আমার প্রথম Travel vlog-এর দ্বিতীয় পর্ব নিয়ে চলে এলাম। আমাদের প্রথম গন্তব্য "Mim Tea Estate" ও সেখানকার হেরিটেজ বাংলোয় কাটানো আমাদের মূহুর্তগুলো নিয়ে এই পর্ব। একটু বিশদ বিবরণ দেওয়ার চেষ্টা করার জন্য ভিডিওটি একটু দীর্ঘ হয়ে গেছে। তবু আশা করছি, একটু কষ্ট করে সময় নিয়ে দেখলে সকলের ভালোই লাগবে।
P.S. মিম টি এস্টেট হেরিটেজ বাংলোয় থাকার ব্যাপারে বিশদ জানতে হলে আমায় বলবেন।
P.S. মিম টি এস্টেট হেরিটেজ বাংলোয় থাকার ব্যাপারে বিশদ জানতে হলে আমায় বলবেন।
- Catégories
- Chats de Race Bengal


Commentaires